মনির খাঁন।।
এসো শিকড়ের টানে, মিলি সম্প্রীতির বন্ধনে’ এই প্রদিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলনী উদযাপন পরিষদের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিনী মোসাঃ আবেদা খাতুন। বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
পূনর্মিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথ। সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান, পূনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক আব্দুর রউফ, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বন কুমার শীব, পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.জে নাইয়ুম ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধূরী প্রমূখ।
আলোচনা শেষে দেশ বরেণ্য আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
আরো দেখুন:You cannot copy content of this page