মুরাদনগরে দু’শতাধিক মানুষকে নব-উচ্ছ্বাসের কম্বল বিতরণ

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে নব-উচ্ছাস যুব সংগঠনের উদ্যোগে দুই শতাধিক খেটে খাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।

নব-উচ্ছাসের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ারের উপস্থাপনায় ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা: হুমায়ুন কবীর।

কম্বল বিতরণের পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, মুরাদনগর টিভির চেয়ারম্যান হাবিবুর রহমান, বেষ্ট ফ্যাশন ওয়ের লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টার মাহমুদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সী, স্কুল কমিটির সদস্য ফজলুল হক শিশু, এডভোকেট সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম ইমন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহিনাজ পারভীন, সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি গোলাম মোস্তফা ও কোষাধ্যক্ষ গোলাম ছামদানী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শামীম আহম্মেদ, সমাজ সেবক সফিউল আজম, কাজী আবুল আহাদ সুমন, ছিদ্দিকুর রহমান মাস্টার, ব্যাংকার আব্দুল মান্নান সরকার, মনিরুজ্জামান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুজ্জামান দুলাল মেম্বার, স্কুল কমিটির সদস্য মাওলানা আবু ইউসুফ, সংগঠনের সভাপতি ইমরান আহম্মেদ সুমন ও সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন নব-উচ্ছ¡াস সংগঠনকে সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই প্রতিবেশী যেমন প্রতিবেশীর হক আছে, তেমনি বিত্তবানদের প্রতিও নিরীহ মানুষের হক আছে। প্রত্যেকেই যার যার সামর্থ অনুযায়ী যদি সাধারণ মানুষের পাশে দাড়াই তবেই সমাজে শান্তি বিরাজ করবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page