মুরাদনগরে শিক্ষায় নতুন মাত্রা টেকনিক্যাল স্কুল ও কলেজ

এন এ মুরাদ।।
কুমিল্লার মুরাদনগরে ২০৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৫৭টি কিন্ডার গার্ডেন, ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি কলেজ। এত প্রতিষ্ঠান! তবু যেন দক্ষ জনশক্তিতে কোথায়ও একটা ঘাটতি। সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে চাকুরির জন্য হন্য হয়ে ঘুরে। এই অবস্থা থেকে উত্তরণ পেতে শিক্ষায় আনা হয়েছে নতুন মাত্রা। স্থাপন করা হয়েছে একটি কারিগরি স্কুল ও কলেজ। ২০১৯ সালের ২০ এপ্রিল ১৬ কোটি টাকা ব্যায়ে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুরাদনগরের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এমপি)।

মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ব্যাপারে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, বেকারত্ব দূরিকরণে আমার লক্ষ ছিল একটি কারীগরি স্কুল করা। বিষয়টি আমি গভীরভাবে উপলদ্ধি করতে পেরে শিক্ষা প্রকৌশল দপ্তরে মাধ্যমে ‘মুরাদনগর টেকনিক্যাল স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এখান থেকে কারীগরি শিক্ষা নিয়ে বিদেশে গেলে বেশি বেতনে চাকুরি পাবে। উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে নীজেরাও বিদেশের শ্রমবাজরে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এতে করে মধ্যম আয়ের দেশে থেকে উন্নত দেশে পৌঁছতে বেশি দিন সময় লাগবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘গ্রাম হবে শহর’ এই কার্যক্রম বাস্তবায়নে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এটি প্রত্যান্ত অঞ্চল হলেও মুরাদনগরে জ্ঞানের আলো ছড়াবে”।

২০২২ সাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হলে ৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত মোট ভর্তি হয়েছে ২৮৩ জন। এর মধ্যে ছাত্র -২১৫ জন ও ছাত্রী -৬৮ জন।

এরপর থেকে দৃশ্যমান হচ্ছে কারিগরী কলেজ । কোম্পানীগঞ্জ বাজার থেকে ৫’শ গজ পশ্চিমে ১২ বিঘা জমির উপর নান্দনিক পরিবেশে অবস্থিত মুরাদনগর কারিগরি স্কুল এন্ড কলেজ। এর চারদিক সবুজ প্রকৃতির অভয়ারাণ্যে ভরপুর। স্কুলের প্রবেশ পথ উত্তরে সড়কের পর কৃষকের মাঠে ফসলের শুভ্র হাসি। দক্ষিন ও পশ্চিমে সবুজ প্রকৃতির মেলা। ডালে ডালে পাখির কলতান। স্কুলে প্রবেশ করতেই মনে জেগে উঠবে শিক্ষার আলো। মফস্বলের মধ্যে এতো সুন্দর শিক্ষার পরিবেশ দেখে উচ্ছ¡াসিত মুরাদনগর উপজেলাবাসী।

কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যক্ষ নুরুল হক বলেন, প্রতিবছর হাজারো সাধারণ শিক্ষার্থী পড়াশোনা শেষ করে চাকুরির অপেক্ষায় থাকে । কারিগরি শিক্ষার ফলে কেউ বেকার থাকে না।

মুরাদনগর কারিগরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, “এই প্রতিষ্ঠান দক্ষ মানব সম্পদ উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। শিক্ষা জাতির মেরুদন্ড হলেও বর্তমানে কারীগরি শিক্ষা ছাড়া এই জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, এমন কথা চিন্তা করে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে উপজেলার উত্তর ত্রিশ গ্রামে নির্মান করেন মুরাদনগর সরকারি স্কুল এন্ড কলেজ’’।।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page