মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে পরিষদে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক একাডেমী সুপার ভাইজার কুহিনূর বেগম।
উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পাচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,কামারচড় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন,রামচন্দ্র পুড় রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম,
সবশেষে শীতকালীন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রী, প্রতিষ্ঠান প্রধান অতিথি এবং শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নল হোসেন, নূরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাছিনা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন,কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫৪ টি স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা ৩৫ টি ইভেন্ট/খেলাধুলায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ধামঘড় শাহ্ কাজিম আলিম মাদ্রাসা মোঃ নজরুল ইসলাম সরকার।
আরো দেখুন:You cannot copy content of this page