মুরাদনগর সদর ইউপি নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর ১৩ নং সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ৩জন। ২৬ মে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৩নং মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:আক্তার হোসেন আ’লীগের দলীয় সিদ্বান্ত মেনে নিয়ে মনোনয়ন পত্র পত্যাহারের মাধ্যমে নির্বাচন হতে সরে পরেন।

আরো মনোনয়ন পত্র প্রত্যাহার করেন হাজী আবদুর রশিদ ও সাংবাদিক মো: ফকরুল ইসলাম। তিন জন প্রত্যারের পর আরো ৯জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এদের মধ্যে উল্লেখ যোগ্য প্রার্থী হলেন আ’লীগের মনোনীত কাজী তুফরীজ,স্বতন্ত্র হিসাবে জেলখানা থেকে নির্বাচন করছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, জয়নাল আবেদীন, ফরিদ উদ্দিন আহাম্মদ, মো: বশিরুল ইসলাম প্রমুখ।

শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হবে।আগামী ১৫জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মুরাদনগর সদর ইউনিয়নের রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুদ আলম জানান চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আগামী ১৫জুন মুরাদনগর সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যাপশন: মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আক্তার হোসেন সরকার।
সংবাদদাতা মনির খাঁন

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page