রং তুলি যুব ফাউন্ডেশন এর কুমিল্লা জেলার ২০২৫ এর বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার।।
স্বেচ্ছাসেবী সংগঠন রং তুলি যুব ফাউন্ডেশন এর কুমিল্লা জেলার ২০২৫ এর বোর্ড গঠন করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রং তুলি যুব ফাউন্ডেশনের অফিসিয়াল পেইজে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। এই বোর্ডের গঠনের মাধ্যমে সংগঠনটি যুব সমাজের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে নতুন দিগন্তের সূচনা করেছে।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারহানা বিনতে ফরিদ তনয়া। তনয়া, যিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, তাঁর নেতৃত্বে বোর্ডটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন অনিক চন্দ্র সাহা; তিনি কুমিল্লা সরকারি কলেজ এর বিবিএস তৃতীয় বর্ষের একজন প্রতিভাবান শিক্ষার্থী।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে, সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন সামিনা আক্তার (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস এর হিসাব কর্মকর্তা) ও সুব্রত চক্রবর্তী সূর্য (স্টেপ ফুটওয়্যার, কুমিল্লা অঞ্চলের ম্যানেজার)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন রাপান্জেল বাই ত্বন্বী এর ওনার হাবিবা মোশাররফ তন্নি। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খাদিজা আক্তার জেবিন (ইউনিসেফ এর কমিউনিটি ফ্যাসিলিটেটর, সিটি করপোরেশন ) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আয়েশা বেগম রোকসানা (কুমিল্লা সরকারি কলেজ এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী)।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল রানা (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী) এবং জনসংযোগ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোকসানা আক্তার রুহি (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী)। প্রকল্প সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন আলম (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ইংরেজী বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী) এবং মানব সম্পদ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সামিয়া আক্তার নুরি (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী)।

পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাদিয়া বিনতে বাশার মম (সোনার বংলা কলেজ, ইংরেজী বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী) এবং ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান রাব্বি (লালমাই সরকারি কলেজ, ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী)।

এইভাবে রং তুলি যুব ফাউন্ডেশনের কুমিল্লা জেলার ২০২৫ এর বোর্ড গঠন করা হয়। বোর্ড গঠনের মাধ্যমে সংগঠনটি তাদের ভবিষ্যৎ কার্যক্রম, যুব সমাজের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page