০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন

  • তারিখ : ০৪:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • 2

নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের পর বিধিনিষেধ শুরুর প্রথমদিন শুক্রবার সকাল থেকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছেন। উপজেলা সদরসহ রাস্তাঘাট বেশ ফাঁকা দেখা গেছে। রাস্তায় কিছু রিক্সা দেখা গেলেও ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিক্সা গাড়ি কম দেখা গেছে, যাদের মাঝে মধ্যে দেখা যাচ্ছে তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।

উপজেলার প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল, বিপণিবিতান। এছাড়াও উপজেলার সড়কগুলোতে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, কঠোর বিধিনিষেধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এ ছাড়া উপজেলার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো গণপরিবহন চলতে দেওয়া হচ্ছে না। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে, তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, লকডাউন কার্যকরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

লকডাউন কার্যকরে মাঠে আছেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহাসহ আনসার ও গ্রাম পুলিশ।
উল্লেখ্য, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৩ জুলাই ভোর ৬টা থেকে শুরু হয়ে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।

লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন

তারিখ : ০৪:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের পর বিধিনিষেধ শুরুর প্রথমদিন শুক্রবার সকাল থেকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছেন। উপজেলা সদরসহ রাস্তাঘাট বেশ ফাঁকা দেখা গেছে। রাস্তায় কিছু রিক্সা দেখা গেলেও ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিক্সা গাড়ি কম দেখা গেছে, যাদের মাঝে মধ্যে দেখা যাচ্ছে তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।

উপজেলার প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল, বিপণিবিতান। এছাড়াও উপজেলার সড়কগুলোতে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, কঠোর বিধিনিষেধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এ ছাড়া উপজেলার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো গণপরিবহন চলতে দেওয়া হচ্ছে না। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে, তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, লকডাউন কার্যকরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

লকডাউন কার্যকরে মাঠে আছেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহাসহ আনসার ও গ্রাম পুলিশ।
উল্লেখ্য, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৩ জুলাই ভোর ৬টা থেকে শুরু হয়ে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।