ফারুক হোসাইন, লন্ডন।।
আসন্ন জাতীয় সংসদে সৎ, যোগ্য, দক্ষ, পরোপকারী, ন্যায়বিচারক, দেশপ্রেমিক সহ মানবিক গুনে গুনান্বিত ব্যক্তিদের দেখতে চান বলে মত দিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
মঙ্গলবার ২৫ নভেম্বর ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় “পলিসি ফর গুড গভরনেন্স’র” উদ্যোগে আসন্ন জাতীয় “সংসদে কেমন জনপ্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনার” এ এসব মত তুলে ধরেন আলোচকরা। এই সেমিনারে রাজনীতিবিদ, ছাত্র-শিক্ষক, গবেষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী, কমিউনিটি সংগঠক, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন ।
সংস্থার কো-অরডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার তারেক বিন আজিজ, নসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার মেহনাজ মান্নান, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন, ওয়েস্ট মিনিস্টার বারার কাউন্সিলর শামস চৌধুরী , ব্যরিস্টার মাহাবুবুর রহমান এবং বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের প্রেসিডেন্ট আব্দুল মুকিত।
আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মামু্ন, নাজমুল হুদা সাগর, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বদিউজ্জামান বদির, ব্যারিস্টার মুফতি নাফিস, ব্যারিস্টার কানিজ ফাতেমা।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, আমরা এমন জন প্রতিনিধি চাই যিনি জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন এবং নিজের কাজের জবাবদিহি করবেন। আমরা চাই শিক্ষিত, দক্ষ ও নীতিনিষ্ঠ নেতা, যিনি সংসদে যুক্তি–তথ্যভিত্তিক মতামত দেবেন এবং কল্যাণমুখী আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার ফয়সাল আহমেদ, ব্যারিস্টার ফয়সাল জামিল, ব্যারিস্টার ইফতেখার রনি, একটিভিস্ট তাসলিমা তাজ, অঞ্জনা আলম, আমিনুল হাসান, তুহিন মোল্লা, ফারুক হুসেন, শেখ নাসির, মারুফ গিয়াস বাপ্পি, রাবেয়া পাপিয়া, মাসুদ সহ আরো অনেকে।
আর নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে আলোচনায় অংশ নেয় আরিজ আহমেদ, জান্নাতুন নেসা চয়ন, ইফরাদ হোসেন এবং বাঁধন ও আনোয়ার হোসেন সবুজ চৌধুরী।
সেমিনারে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ আলী আকবর খোকন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, মোঃ সাইফুদ্দিন, আহমেদ সাদিক, মাকসুদুর রহমান, সাইফুল ইসলাম মিরাজ, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, মনির হোসেন, সাখাওয়াৎ হোসেন ফরাজী, কমিউনিটি নেতা ফয়সল আহমেদ সহ শতাধিক প্রবাসী বাংলাদেশী।












