
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা এলাকায় ওয়ালটনের নতুন শো-রুম ৩৯১ তম প্লাজার উদ্ধোধন করা হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্লাজার উদ্বোধন করেন লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার বিক্রয় বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ফয়সাল ওয়াহিদ, চট্টগ্রাম বিভাগের বিক্রয় ও উন্নয়ন বিভাগের প্রধান কর্মকর্তা আল মাফুজ খান, বিভাগীয় প্রধান (ক্রেডিট) সফিকুল আজাদ, ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এর মোঃ মহান উদ্দিন সিদ্দিকী (লিটু), মোঃ রাসেল কবির, ওয়ালটন লালমাই প্লাজার ব্যবস্থাপক আরিফুল হাসান, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বাগমারা উঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামশুল হক মুন্সি, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির মির্জাসহ অন্যান্যারা ।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মালেক বলেন, বাগমারাতে কোম্পানির নিজস্ব শো-রুম ওয়ালটন প্লাজা চালু করায় আমরা ওয়ালটনকে নিয়ে গর্বিত।”
ওয়ালটন প্লাজার হেড অফ সেলস আবুল কালাম আজাদ বলেন” প্রত্যন্ত এলাকায় ওয়ালটন ঘরে ঘরে পৌঁছে দিতেই বাগমারাতে ওয়ালটন প্লাজা স্থাপন করা হলো, এই ওয়ালটন প্লাজা থেকে সহজ শর্তে কিস্তিতে পন্য ক্রয় করে এই এলাকার মানুষ ইলেকট্রনিক্স পন্যের চাহিদা পূরন করতে পারবে।