শাহরাস্তিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে ১০১টি বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে দাবি আদায়ে কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতিতে শাহরাস্তির ১০১টি বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ।

চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবিতে সারা দেশের ন্যায় (২৬ মে ২০২৫) সোমবার থেকে শাহরাস্তিতে ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি করেছেন। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

সহকারী শিক্ষকরা জানান সারা দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এর আগে তিন দফা দাবিতে ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

আন্দোলনকারী শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ও যুক্তিক দাবি আদায়ের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সহকারী শিক্ষকের এই দাবি মর্যাদার, এই দাবি সম্মানের এবং এই দাবি অর্থনৈতিক মুক্তির।

এ বিষয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একমত পোষণ করে বলেন আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করা, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি করা দরকার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page