০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির বিস্তার বন্ধ করতে হবে” – ডক্টর ইমরান আনসারী

  • তারিখ : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 19

জহিরুল হক বাবু।।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ বন্ধ না হলে দেশের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয় তাকে।

ড. ইমরান আনসারী বলেন, “গত ১৭ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ শিক্ষার মান ধ্বংস করেছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ এবং মাদকাসক্তির মতো সমস্যা বেড়েছে। এসব কিছুর মূল কারণ রাজনীতির অপসংস্কৃতি।”

তিনি আরও বলেন, “যদি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করা না যায়, তাহলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। গত জুলাইয়ে আবু সাঈদ ও মুগ্ধরা জীবনের বিনিময়ে আমাদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সে বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ছায়া দেখতে চাই না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

সভাপতিত্ব করেন ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আ হ ম তাইফুর রহমান, ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন সংগঠনের প্রতিষ্ঠাতা কায়েদ আহমেদ চৌধুরী ও সদস্য বিল্লাল হোসেন এবং আব্দুর ওহাব। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বাঁধন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির বিস্তার বন্ধ করতে হবে” – ডক্টর ইমরান আনসারী

তারিখ : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ বন্ধ না হলে দেশের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয় তাকে।

ড. ইমরান আনসারী বলেন, “গত ১৭ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ শিক্ষার মান ধ্বংস করেছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ এবং মাদকাসক্তির মতো সমস্যা বেড়েছে। এসব কিছুর মূল কারণ রাজনীতির অপসংস্কৃতি।”

তিনি আরও বলেন, “যদি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করা না যায়, তাহলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। গত জুলাইয়ে আবু সাঈদ ও মুগ্ধরা জীবনের বিনিময়ে আমাদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সে বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ছায়া দেখতে চাই না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

সভাপতিত্ব করেন ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আ হ ম তাইফুর রহমান, ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন সংগঠনের প্রতিষ্ঠাতা কায়েদ আহমেদ চৌধুরী ও সদস্য বিল্লাল হোসেন এবং আব্দুর ওহাব। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বাঁধন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।