শুক্রবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ:)’র ওফাত দিবস

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

৬ রজব, ১৯ জানুয়ারি শুক্রবার উপমহাদেশের অন্যতম বুজুর্গ গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ) এর ওফাত দিবস। তিনি ৫ রজব দিবাগত রাত্র অর্থাৎ ৬ রজব সূর্যোদয়ের সময় ওফাত লাভ বা ইন্তিকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। বড় ছেলে খাজা ফখরুদ্দীন চিশতী (রহঃ) তার নামাজে-জানাজায় ইমামতি করেন।

প্রতিবছর ১লা রজব হতে ৬ই রজব পর্যন্ত সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজের ওফাত দিবস স্বরণে ভারতের আজমীর শরীফ অর্থাৎ তার সমাধিস্থলে ওরস শরীফ অনুষ্ঠিত হয়।

এছাড়াও খাজা বাবা গরীবে নেওয়াজের ওফাত দিবস স্বরণে সমগ্র বিশ্বে চিশতিয়া সিলসিলার অনুসারী দরবার গুলোতে প্রতিবছর উরস শরীফ পালিত হয়।

উপমহাদেশে ইসলাম প্রচারে খাজা-এ খাজেগান, আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতী আজমিরী (রহ.) এর অবদান বিশেষ ভাবে স্বরণীয় ।

হযরত খাজা মইনুদ্দিন চিশতি রহ: এর স্মরণে বাংলাদেশের বিভিন্ন সুন্নি সুফি ঘরানার বিশেষ করে চিশতিয়া তরিকার অনুসারী দরবার, খানকা শরীফে মহাসমারোহে আজ এবং আগামীকাল অনুষ্ঠিত হবে পবিত্র উরস মোবারক। আমরা তাঁর রুহানি ফয়ূজাত কামনা করছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page