সমবায়ের মডেল গ্রামে ১৭ খাতে সেবা পাবে মানুষজন

মাহফুজ নান্টু, কুমিল্লা।
বঙ্গবন্ধুর গনমুখী ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প অংশীজন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সমবায় মডেল গ্রামের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অন্তত সতেরোটি খাতে সেবা পাবে গ্রামবাসী।

সোমবার দুপুরে কুমিল্লা মনোহরগঞ্জের পোমগাঁয়ে সভাটি হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড.মোঃ হারুন অর রশিদ বিশ্বাস।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে প্রকল্প বিষয়ক বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রাম হবে শহর। সে লক্ষ্য সারা দেশে ১০ টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হয়েছে৷ যার মধ্যে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও একটি। এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামের মানুষজন শিক্ষা স্বাস্থ্য কৃষিসহ মৎস্যসহ ১৭ টি খাতে সরাসরি সেবা পাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page