মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ীর নিবাসী মরহুম আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
তিনি দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, আরটিভি’র কুমিল্লা উত্তর জেলার প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো। আবুল খায়ের’র পিতা: মরহুম হাজী মোঃ কামাল উদ্দিন আজ শনিবার সকালে নিজ বাড়িতে ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বৎসর। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে জান।
আসর নামাজের পর দক্ষিণ ভিংলাবাড়ী হুজুর পুকুরপাড় কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষেপারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।