মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারীদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্দমুলক শাস্তির দাবীতে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাভিশন টিভি প্রতিনিধি স্যাঈদ মাহমুদ পারভেজ, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন, যুগান্তর ব্যুারো চিফ আবুল খায়ের, স্পাইস টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মাই টিভি প্রতিনিধি আবু মুসা, গাজী টিভি প্রতিনিধি সেলিম মুন্সি, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, নিউজ বাংলার প্রতিনিধি মাহফুজ নান্টু, ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, ম্যাক রানা।
বুড়িচং সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারন সম্পাদক মারুফ আহমেদ কল্প, সহ-সাংগঠনিক সম্পাদক গীতি কবি আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোঃ মারুফ হোসেন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ সাফি, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ, সদস্য শাহিদুজ্জামান রাশেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মহিউদ্দিন সরকার পেশাগত দায়িত্ব পালনের সময় নির্মম ভাবে মাদককারবারীদের গুলিতে নিহত হয়। ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন থেকে আসামীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয়।
আরো দেখুন:You cannot copy content of this page