সাবেক এমপি বাহার ও তার স্ত্রীর ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান।

দুদকের আবেদন অনুযায়ী চারটি ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে বাহার ও তাঁর স্ত্রীর।

স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তে দেখা গেছে, আসামিরা এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন, যা মামলার নিষ্পত্তির আগে সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি করছে। এ জন্য সম্পদ ক্রোক ও হিসাব জব্দের নির্দেশ প্রয়োজন বলে জানায় দুদক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page