সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান না দেওয়ার আহবান জানান: বিজিবি সেক্টর কমান্ডার

মনোয়ার হোসেন।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির বলেন, শারদীর দূর্গা পূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে।

শনিবার (৫ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শনকালে এসব বলেন কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের যেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান৷ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পূজার সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে বিভিন্ন গুজব ছড়ানো হয়। আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷ তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২ টি পূজা মন্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন, উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মোঃ ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দেবনাথ, পৌরসভার সভাপতি নরেশ বণিক, সাধারণ সম্পাদক নকুল চন্দ সহপূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page