নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, এক শ্রেণির লোক রয়েছে তাদের কাজ ফেসবুকিং করা, ফেসবুকে সরকারের অযথা সমালোচনা করা। তারা ফেসবুকে অস্টেলিয়ার প্রধানমন্ত্রীকে করোনা হিরো বানাচ্ছে। আমরা বঙ্গবন্ধুকে বেঁচে থাকতে মূল্যায়ন করতে পারিননি।
আজকে বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকেও মূল্যায়ন করতে পারছি না। তাঁর কত যোগ্য নেতৃত্ব আজকে বিশ্বের করোনা মোকাবেলায় আমাদের অবস্থান ২০ তম। বিশ্বে অনেক ধনী দেশ রয়েছে এমনকি ধনী দেশ রয়েছে ২৩ টি তারাও করোনা মোকাবেলা করতে পারেনি। আমরা অনেক নিম্ম আয়ের দেশ হয়েও সঠিক নেতৃত্ব দেওয়ার কারণে আমাদের নেত্রী আজ করোনা মহামারী মোকাবেলা করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।
সিঙ্গাপুরের মতো উন্নত দেশও এখনো ফি ভ্যাকসিন প্রদানের ঘোষনা দিতে পারেননি। আমাদের নেত্রী ঘোষনা দিয়েছেন এদেশের প্রত্যেক নাগরিককে পর্যায়ক্রমে ফি ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যে আমরা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭০ লাখ ডোজ ভ্যাকসিন আনা হয়েছে। এই ভ্যাকসিন নিয়েও জাতিকে বিভ্রান্ত করার চক্রান্ত চলছে।
বিএনপির মহাসচিব কত স্টুপিড ওপেন মিটিং করে তিনি বলেছেন- ‘প্রথম ভ্যাকসিন শেখ হাসিনাকে নিতে হবে’। সারা বিশ্বে প্রথম ভ্যাকসিন নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ট্রায়াল ভ্যাকসিন কোন দেশেই রাস্ট্রপ্রধানরা নেননি। তারপর তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। উন্নত দেশ গড়তে শিক্ষার্থীদের ভালো ছাত্রের পাশাপাশি সুশৃংখল নাগরিক হিসেবে তৈরী করতে হবে। পাশের মানুষ ,সমাজের মানুষ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করার মানসিকতা তৈরী করতে হবে। সুশৃংখল জাতি গঠনে আমাদের সন্তানদের উপযোগী করে গড়তে হবে। স্কাউট শৃংখলা ও দেশপ্রেম শিক্ষা দেয়। এই শিক্ষা নিয়ে ২০৪১ সালের জ্ঞান নির্ভর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে প্রজন্মের সন্তানদের গড়তে হবে।
সকালে কুমিল্লা জিলা স্কুলে ৫ দিন ব্যাপী ১২৭ তম স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
শনিবার (৩০ জানুয়ারী) সকালে কুমিল্লা জিলা স্কুলে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউট কুমিল্লা অঞ্চলের কমিশনার ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, সদর উপজেলা স্কাউটস কমিশনার ও হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস সম্পাদক আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান,কোর্স লিডার কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রহিমা আক্তার,সহকারী শিক্ষক দেবরাজ ঘোষ সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপী ১২৭ তম স্কাউট লিডার বেসিক কোর্সে ৪২ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।
আরো দেখুন:You cannot copy content of this page