স্বাস্থবিধি নিশ্চিত করতে কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার।।
করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ না মেনে মাস্ক ছাড়া চলাচলকারীদের বিরুদ্ধে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান, শপিংকমপ্লেক্স, বাসস্টেন্ড ও জনবহুল স্থানে জেলা প্রশাসনের ৯টি টিম একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় আইন অমান্যকারীদের সতর্ক ও জরিমানা করা হয়। এছাড়া অস্বচ্ছল ও অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, স্বাস্থবিধি নিশ্চিত করতে মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনায় কুমিল্লা নগরীর, কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমসম ব্রিজ, শাসনগাছা বাসটেন্ড, জাঙ্গালিয়া বাস টেন্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে একযোগে ৯টি টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে যারা উদাসিন ভাবে মাস্ক ছাড়া চলাচল করছে এরকম ২৭ টি মামলায় ১১ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে সচেতনতা মূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page