হোমনায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি বাউল শিল্পী দম্পতি আটক

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্ল হোমনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক বাউল শিল্পী দম্পতিকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের পঞ্চবটির এক বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় বাসা থেকে ৩ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয় আটককৃতরা হলো- উপজেলার জয়পুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও তার স্ত্রী স্মৃতি সরকার (২৫)।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি)আবুল কায়েস আকন্দ জানান, তারা দীর্ঘদিন যাবৎ পঞ্চবটির আঃ রহমানের চার তলা বিল্ডিং এর তৃতীয় তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।

তারা স্বামী- স্ত্রী দুই জনই বাউল শিল্পি পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকালে অভিযান চালিয়ে ৩ হাজার পিছ ইয়াবা সহ স্বামী স্ত্রী দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যবসার সাথে আর কে কে জড়িত এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল রবিবার তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page