হোমনায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের স্বপন (২০) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার পুলিশ। সে একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা রেসকোর্স থেকে হোমনার থানার ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

হোমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ২০০২ সালে শ্রমিক স্বপনকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা হাসু মিয়া বাদী হয়ে ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালে এ মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিজ্ঞ আদালত । বাকী আসামি সবাই কারাভোগ করেছেন। কিন্তু হাবিব নাম পরিচয় গোপন করে ঢাকায় পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে আটক করা হয়। বুধবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page