১৬ বছর পর বুড়িচংয়ে প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

কাজী খোরশেদ আলম।।
আওয়ামী সরকারের পতনের পর প্রায় দেড় যুগ ধরে জুলুমের শিকার বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার প্রকাশ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর)সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের উদ্যোগে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি মিলনায়তনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দীন মুহাম্মদ।

বুডিচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, অধ্যক্ষ মুফতি মোঃ আমিনুল ইসলাম, জেলা উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল বারী, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা মোঃ রেজাউল করিমসহ বুড়িচং -ব্রাহ্মণপাড়ার সকল রুকনবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, ৫ আগস্টের পর যে স্বাভাবিক পরিবেশ পেয়েছি এখন আমরা যেন ঈমানের চেতনা জাগ্রত রাখি। কালের আবর্তে হারিয়ে না যাই। আমাদেরকে ইলম, আমল ও নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিতে হবে। ধৈর্য, ধীরতা ও কৌশলে মনটাকে উদার করে আমাদের এগিয়ে যেতে হবে। গ্রাম, ওয়ার্ড ও পাড়ায় পাড়ায় গণ দাওয়াত পৌঁছে দিতে হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page