মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে এক সাথে ৪০টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় রেকর্ড সংখ্যক পরিমান খাদ্য সামগ্রী প্রদান করে স্মরণ কালের সেরা দৃষ্টান্ত স্থাপন করেছেন হারুনুর রশিদ ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন ইত্যাদি।
শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল-রশীদ।
হিলফুল ফুজুল এতিমখানার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় করিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফেজ ইয়াকুব আলী, মুফতী মানসারুল কবির, মাওলানা আব্দুল মোমেন।