স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীজোড়া মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা ক্বারী আব্দুর রহমানের দীর্ঘ ৫৪ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটলো। এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
১৯৭১ সালে শিক্ষকতা শুরু করা মাওলানা ক্বারী আব্দুর রহমান টানা পাঁচ দশকের বেশি সময় ধরে দ্বিনি শিক্ষার আলো ছড়িয়েছেন। বিদায় অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নানা উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।
অনুষ্ঠানের একপর্যায়ে ফুলসজ্জিত গাড়িতে করে প্রিয় শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায়ের এ আবেগঘন মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সকলের চোখে জল নেমে আসে।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, “মাওলানা ক্বারী আব্দুর রহমান শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও পথপ্রদর্শক। তার ত্যাগ ও আন্তরিকতার ফলেই এ অঞ্চলের হাজারো শিক্ষার্থী দ্বিনি শিক্ষায় আলোকিত হয়েছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল সাত্তার খন্দকার। প্রাক্তন শিক্ষার্থী ছাদেকুর রহমান ও মামুন খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মো. তাজুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মাস্টার, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, আতিকুর রহমান, শাহ মো. মমিন মুন্সি ও এবিএম ইকরামুল বারী।