“এমন কাজ করবে না, যা বাবা-মাকে বলতে পারবে না”-শিক্ষার্থীদের উদ্দেশ্য এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, “ আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণদ্বার। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথ সুগম হয়। ইন্টারনেটের যুগে অনেক শিক্ষার্থীরা আজ বই পড়ছে না। ইলেকট্রক্সিস মিডিয়া, ইউটিউব, গুগুলে ঝুঁকছে।

এতে নানা বিষয়ে জানার সুযোগ হচ্ছে। এখানে প্রয়োজনীয় বিষয় যেমন রয়েছে আবার শিশুদের ক্ষতিকর বিষয়ও রয়েছে। তবে এমন কাজ করবে না, যা মা-বাবার সাথে বলা যাবে না।”

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলার উদ্বোধনকালে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা প্রধান অতিথির বক্তব্যের সাথে একমত পোষন করে হাত তুলে শপথ গ্রহণ করে। সভায় হাজী বাহার এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বইমেলার উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতির কমিটির উদ্যেগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থাপনায,জেলা পরিষদেন বাস্তবায়নে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার,মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদ কুমিল­া, প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ হেলাল উদ্দিন ও জেলা পিপি,এড. জহিরুল ইসলাম সেলিম সহ অন্যান্য অতিথিরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page