মাহফুজ নান্টু, কুমিল্লা।।
বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমী।
বৃহস্পতিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর ক্রিকেট একাডেমীকে ৪ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমী।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন, কুমিল্লা আম্প্যায়ার্স এ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফুজ্জামান, চাঁদপুর জেলা কোচ শামিম ফারুকী, কুমিল্লা জেলা কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কুমিল্লা ক্রিকেট কমির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, কামাল আহমেদ, জাবেদ হাশমী, চট্টগ্রাম আফতাফ আহমেদ একাডেমীর কোচ ইসহাক ওবায়দি শিবলুসহ অন্যান্যরা।
ক্রিকেট কমিটির সূত্রে জানা যায়, প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর ক্রিকেট একাডেমী ৪৮ ওভার ৫ বল খেলে সবকটি ইউকেট হারিয়ে ১২৭ রান তোলে। ১২৮ রানের টার্গেটে খেলতে চট্টগ্রাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমী ৬ ইউকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে।
খেলা পরিচালনা করেন ফখরুল আলম উল্লাস ও সালাউদ্দিন আহমেদ সোহেল।
পুরস্কার বিতরকালে কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, অনুর্ধ্ব ১৯ ও জাতীয় দলের মাঝে যে সময়টা আছে সে সময়টায় ক্রিকেটারদের মাঠে ব্যস্ত রাখতে বিসিবি একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে। আমি এমন উদ্যােগকে স্বাগত জানাই।
আমরা আশাকরি এই টুর্নামেন্টগুলো খেলেই একদিন জাতীয় দলে নেতৃত্ব দিবে বৃহত্তর কুমিল্লার তরুণ ক্রিকেটাররা। সে লক্ষ্য কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে আমরা নতুনভাবে তৈরী করেছি। খেলোয়াড়দের আন্তর্জাতিকমানের গ্রাউন্ড উপহার দিতে জেলা ক্রিকেট কমিটি বদ্ধ পরিকর।
আরো দেখুন:You cannot copy content of this page