কুবির দুই হলে নতুন প্রভোস্ট

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুইটি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং কাজী নজরুল ইসলাম হলে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. এমদাদুল হকের মেয়াদ শেষ হয়েছে বিধায় পরবর্তী ২ বছরের জন্য রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হল। অন্যদিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়ার মেয়াদ শেষ হয়েছে বিধায় পরবর্তী ২ বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান কে উক্ত হলের প্রভোস্ট হিসাবে নিয়োগ প্রদান করা হল।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page