০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় বুকে লোহার রড ঢুকিয়ে যুবককে হত্যা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার কুমিল্লায় প্রেমের বিয়ের সাত মাস পর স্ত্রীর পরকীয়ায় যুবকের আত্মহত্যা বুড়িচংয়ে টাস্কফোর্স অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ঢাকনাবিহীন খাবার ঘিরে উড়ছিল মাছি, রেস্টুরেন্টকে জরিমানা কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার, ছেলে ও তাঁর স্ত্রী আটক হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক প্রকাশ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা কুমিল্লায় ঘুষ–তদবির ছাড়াই নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল

৬৬ লাখ টাকা নিয়ে উধাও কুবির পার্শ্ববর্তী দোকানী সাইফুল

  • তারিখ : ০৬:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • 6

কুবি প্রতিনিধি।।
সুদের লোভ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সংলগ্ন দক্ষিণ মোড়ের সাইফুল নামের এক দোকানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের কাছ থেকে প্রায় ৬৬ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সাইফুল এবং তার ছোট ভাই সবুজের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

দোকানদার সাইফুলের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালখাল ইউনিয়নের বাসিন্দা। দক্ষিণ মোড়ের একটা বাসায় সে ভাড়ায় থাকতো৷ গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) থেকে সাইফুল্লাহ নামের ওই দাকানী দোকান না খোলায় স্থানীয় এলাকাবাসী প্রথমে তাকে কল দিলে নাম্বার বন্ধ পায়। পরে পার্শ্ববর্তী ভাড়া বাসায় খোজ নিলে তার কোন হাদিস পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড়ে সাইফুল নামের ওই দোকানী প্রায় এক বছর আগে দোকান ভাড়া নেয়। সেখানে চা এবং ফার্স্ট ফুড পণ্য বিক্রি করত। কিন্তু শুরু থেকেই সাইফুল এলাকার স্থানীয় মানুষ থেকে মাসিক প্রতি লাখে ১০ হাজার টাকা করে সুদের লোভ দেখিয়ে মোটা অংকে টাকা ধার নিতে থাকে। এর মধ্যে স্থানীয় ছত্তর মিয়া থেকে ৫ থেকে ৬ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের মারুফ নামের এক শিক্ষার্থী থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা, ইউসুফ নামের এক কর্মচারী থেকে ৬০ হাজার টাকাসহ বিভিন্ন মানুষ থেকে প্রায় ৬৫ থেকে ৬৬ লাখ টাকা ধার নেয়। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থী থেকে ১ লক্ষ, ৫০ হাজার, ৩৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা করে বিভিন্ন পরিমাণ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত সাইফুল সুদ কিংবা ধারকৃত টাকা পরিষোধ না করে হঠাৎ করে গত মঙ্গলবার পালিয়ে যায়।

ঘটনার পরে তার ভাড়া বাসায় গেলে সেখানে দুইটি শোবার খাট এবং বেড ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি। এবং ভাড়া দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে সেখানে তেমন কোন পণ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা এখন পর্যন্ত তেমন কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসন দেখার কথা। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ভুক্তভোগী সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোন সহযোগিতা চায়লে আমরা সহযোগিতা করব।’

error: Content is protected !!

৬৬ লাখ টাকা নিয়ে উধাও কুবির পার্শ্ববর্তী দোকানী সাইফুল

তারিখ : ০৬:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

কুবি প্রতিনিধি।।
সুদের লোভ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সংলগ্ন দক্ষিণ মোড়ের সাইফুল নামের এক দোকানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের কাছ থেকে প্রায় ৬৬ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সাইফুল এবং তার ছোট ভাই সবুজের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

দোকানদার সাইফুলের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালখাল ইউনিয়নের বাসিন্দা। দক্ষিণ মোড়ের একটা বাসায় সে ভাড়ায় থাকতো৷ গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) থেকে সাইফুল্লাহ নামের ওই দাকানী দোকান না খোলায় স্থানীয় এলাকাবাসী প্রথমে তাকে কল দিলে নাম্বার বন্ধ পায়। পরে পার্শ্ববর্তী ভাড়া বাসায় খোজ নিলে তার কোন হাদিস পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড়ে সাইফুল নামের ওই দোকানী প্রায় এক বছর আগে দোকান ভাড়া নেয়। সেখানে চা এবং ফার্স্ট ফুড পণ্য বিক্রি করত। কিন্তু শুরু থেকেই সাইফুল এলাকার স্থানীয় মানুষ থেকে মাসিক প্রতি লাখে ১০ হাজার টাকা করে সুদের লোভ দেখিয়ে মোটা অংকে টাকা ধার নিতে থাকে। এর মধ্যে স্থানীয় ছত্তর মিয়া থেকে ৫ থেকে ৬ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের মারুফ নামের এক শিক্ষার্থী থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা, ইউসুফ নামের এক কর্মচারী থেকে ৬০ হাজার টাকাসহ বিভিন্ন মানুষ থেকে প্রায় ৬৫ থেকে ৬৬ লাখ টাকা ধার নেয়। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থী থেকে ১ লক্ষ, ৫০ হাজার, ৩৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা করে বিভিন্ন পরিমাণ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত সাইফুল সুদ কিংবা ধারকৃত টাকা পরিষোধ না করে হঠাৎ করে গত মঙ্গলবার পালিয়ে যায়।

ঘটনার পরে তার ভাড়া বাসায় গেলে সেখানে দুইটি শোবার খাট এবং বেড ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি। এবং ভাড়া দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে সেখানে তেমন কোন পণ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা এখন পর্যন্ত তেমন কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসন দেখার কথা। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ভুক্তভোগী সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোন সহযোগিতা চায়লে আমরা সহযোগিতা করব।’