শিক্ষার্থীদের মাসিক বৃত্তি চালু করলেন জাহান আরা বৃত্তি প্রকল্প

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা নবাব ফয়েজুন্নেছা বালিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাসিক শিক্ষা বৃত্তি চালু করলেন বেগম জাহান আরা বৃত্তি প্রকল্প।

কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার সকালে কুমিল্লা ফয়েজুন্নেছা বালিকা বিদ্যালয় মিলনায়তনে বৃত্তির অর্থ তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে জানানো হয় ১০ জন শিক্ষার্থী প্রতি মাসে এ শিক্ষাবৃত্তির অর্থ পাবেন।

কুমিল্লা নবাব ফয়েজুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া।

মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা সুফিয়া আক্তার (রানী )।

সৈয়দা সুফিয়া আক্তার জানান, তার মা বেগম জাহান আরা এক মহীয়সী নারী ছিলেন। জীবদ্দশায় জাহান আরা বহু এতিম অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া করিয়েছিলেন। বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা। শিক্ষানুরাগী মায়ের স্মৃতিরক্ষার্থে ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশন থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page