নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লাস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা কল্যান সমিতির ইফতার মাহফিলে গুণীজনের মিলন মেলায় রুপান্তর হয়েছে।
সোমবার কুমিল্লা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট এ ইফতার মাহফিলে আয়োজন করা হয়। বি.বাড়িয়া কল্যান সমিতির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি ছিলেন-কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী ড.সফিকুল ইসলাম, কমিল্লা শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কুমিল্লা শিক্ষা বোর্ড সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষন ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আসাদুজ্জামান সহ গুনীজনেরা ।
আজাদ সরকার লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বি.বাড়িয়া কল্যান কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর শিকদার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মেজর ইয়াকুব আলী, ইফতার মাহফিলের আহবায়ক প্রফেসর মো: আজহারুল ইসলাম, ডা.আরিফ মোর্শেদ খাঁন, অধ্যাপক ডা. মো: হারুন অর রশিদ, ইষ্টান মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো: আরিফ আকবর শৈবাল, অবসরপ্রাপ্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক একেএম কবির হোসেন, বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানি লি: এর উপ-মহা ব্যবস্থাপক (হিসাব) মো: ছাইয়েদুর রহমান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর সহকারি অধ্যাপক মোহাম্মদ আবদুল করিম, ডা. মো: সজিবুর রশিদ, এড. নজির আহমেদ প্রমুখ।