প্রার্থীদের সতর্ক করতে মাঠে কুসিক রিটার্নিং কর্মকর্তা

নিউজ ডেস্ক।।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সতর্ক করতে মাঠে নামলেন কুসিক রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। শনিবার (২৭ মে) নির্বাচন কমিশন কার্যালয় কুমিল্লা নগরীর ছোটরা এলাকা থেকে বিকাল ৩টায় পরিদর্শনের উদ্দেশ্যে বের হন তিনি।

এ সময় রিটার্নিং কর্মকর্তা সিটি করপোরেশনের এক, দুই, তিন ও পাঁচ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থী ও সমর্থকদের নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন না করতে সতর্ক করেন। এ ছাড়াও তিনি যানবাহনে পোস্টার না লাগানোর জন্য চালকদের সতর্ক করেন।

শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে কয়েকজন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তাদের জরিমানা করা হয়েছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। প্রার্থীদের বলছি, আপনারা আচরণ বিধি লঙ্ঘন করবেন না। তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেবো।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page