০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায়, কিশোর গ্যাং এর ২৪ সদস্য গ্রেফতার ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কুমিল্লার শিক্ষার্থী জুবায়েদ নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত কুমিল্লায় অভিনব কায়দায় মিশুকের সিটের নিচে মাদক পাচার, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১ কুমিল্লায় বিজিবির অভিযানে এক কোটি টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই পক্ষে সংঘর্ষ; অস্ত্র প্রদর্শন আহত ৪ কুমিল্লা লাউয়াডুগিতে যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লায় বেসরকারি কলেজের গড় ফলাফলে সেরা ক্যামব্রিয়ান কলেজ খাড়াতাইয়া হাই স্কুলে কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা; ক্ষুব্ধ অভিভাবকরা

কুমিল্লা সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর মিছিলে হামলায় আহত ২০

  • তারিখ : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 26

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) রাত সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন গোলাম কিবরিয়া।

সংবাদ সম্মেলনে প্রার্থী গোলাম কিবরিয়া দাবি করেন, ‘আবুল হোসেন ছোটন তার কর্মী ও সমর্থকদের দিয়ে আমার সমর্থক ও ভোটারদের ওপর রাত সাড়ে ১০টায় হামলা চালায়। এ সময় ২০-২৫ জন গুরুতর আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআইয়ে উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলে এই প্রার্থী আরও দাবি করেন, ‘ঘটনাস্থলে এসে ওই এসআই অপরাধীদের আটক না করে উল্টো ভোটারদেরকে লাঠি দিয়ে মারধর করে জখম করে। তার বিরুদ্ধে আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের মোবাইল নম্বরে কল দিলে তিনি অভিযোগের কথা শোনেন এবং কিছু না বলে স্থানীয় আক্তার নামে এক ব্যক্তিকে মোবাইল হস্তান্তর করেন। আক্তার বাংলা বলেন, ‘আপনি লিখে দেন সব কিছুই মিথ্যা।’ এ কথা বলে তিনি কল কেটে দেন।

এসআই উজ্জ্বল দাবি করেন, ‘আমি নির্বাচন কমিশনের কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথার বাইরে যেতে পারি না। তার (প্রার্থী গোলাম কিবরিয়া) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

error: Content is protected !!

কুমিল্লা সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর মিছিলে হামলায় আহত ২০

তারিখ : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) রাত সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন গোলাম কিবরিয়া।

সংবাদ সম্মেলনে প্রার্থী গোলাম কিবরিয়া দাবি করেন, ‘আবুল হোসেন ছোটন তার কর্মী ও সমর্থকদের দিয়ে আমার সমর্থক ও ভোটারদের ওপর রাত সাড়ে ১০টায় হামলা চালায়। এ সময় ২০-২৫ জন গুরুতর আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআইয়ে উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলে এই প্রার্থী আরও দাবি করেন, ‘ঘটনাস্থলে এসে ওই এসআই অপরাধীদের আটক না করে উল্টো ভোটারদেরকে লাঠি দিয়ে মারধর করে জখম করে। তার বিরুদ্ধে আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের মোবাইল নম্বরে কল দিলে তিনি অভিযোগের কথা শোনেন এবং কিছু না বলে স্থানীয় আক্তার নামে এক ব্যক্তিকে মোবাইল হস্তান্তর করেন। আক্তার বাংলা বলেন, ‘আপনি লিখে দেন সব কিছুই মিথ্যা।’ এ কথা বলে তিনি কল কেটে দেন।

এসআই উজ্জ্বল দাবি করেন, ‘আমি নির্বাচন কমিশনের কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথার বাইরে যেতে পারি না। তার (প্রার্থী গোলাম কিবরিয়া) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’