নেকবর হোসেন।।
কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার সড়কের পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এসময় দোকানে থাকা এক কর্মচারী ও প্রাইভেট কারে থাকা এক স্কুল শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। মহাসড়কের লাকসামের পোলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এদুর্ঘটনায় নিহত হয়েছেন, গাড়ির যাত্রী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার মৃত. হারেছ মিয়ার ছেলে স্কুল শিক্ষক জামাল উদ্দিন (৫২) ও দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ ৩ জনকে গুরুত্বর আহত অবস্থা লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
স্থানীয়দের বরাতে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকাল ৮ টার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চা দোকানে গিয়ে ধাক্কা দেয়।
দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে। এবং নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। গাড়িটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রকৃয়াধীন।
আরো দেখুন:You cannot copy content of this page