চৌদ্দগ্রাম পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট ঘোষনা

মানোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্ল) প্রতিনিধি:
কুমিল্লায় চৌদ্দগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৪২কোটি ২৩লক্ষ ২৬হাজার ৫০৯টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ০৪ কোটি ৭৭ লক্ষ ৬০হাজার ৯৩৩ টাকা, উন্নয়ন বাজেট ৩৭ কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার ৫৭৬ টাকা এবং সার্বিক উদ্বৃত্ত ১ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার টাকা।

সোমবার (২৭ জুন) সকাল ১১টায় চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলণ কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতি হিসেবে উক্ত বাজেট ঘোষনা করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু।

বাজেট অধিবেশনে চৌদ্দগ্রাম পৌরসভার ১নং প্যানেল মেয়র জনাব সাইফুল ইসলাম, ২নং প্যানেল মেয়র জনাব মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, নির্বাহী প্রকৌশলী শাহীন শার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু সভায় জানান, চৌদ্দগ্রাম পৌরসভা ২০০৩ সালে গঠিত হয়। গঠিত হওয়ার পর এই পরিষদ পৌরসভার ৩য় মেয়াদে নির্বাচিত পরিষদ। গত ২৮/০২/২০২১ তারিখে বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহণ করার পর এটি ২য় বাজেট ঘোষণা। এসময় তিনি আরো জানান, এই বাজেট জনকল্যাণমুখী বাজেট।

এ বাজেটে রাজস্ব খাতের আওতায় জনগণের কল্যাণমুখী কিছু বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উন্নয়ন খাতের আওতায় পৌর এলাকায় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা নির্মাণ/উন্নয়ন ও সড়কবাতি স্থাপন বিষয়ক ব্যাপক কর্মযজ্ঞ এ বাজেটে রাখা হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সরকারের অর্থায়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাদার ল্যাকটেটিং ভাতা এই পৌরসভার মাধ্যমে প্রদান করে আসছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page