নিউজ ডেস্ক।।
কুমিল্লা সরকারি কলেজের একমাত্র সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটারের একযুগ পূর্তি উপলক্ষে ১জুলাই কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে উৎসবের আয়োজন করা হয়।
বিকেল ৫টায় বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন। অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন “এমন আয়োজনে এখানেই আমার প্রথম আসা। আগামীতে আমি কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে থাকবো”
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যরা “চাঁদ পালঙ্কের পালা” নামের একটি নাটক মঞ্চায়ন করেন। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন আতিকুর রহমান সুজন। সহঃ নির্দেশনায় মাসিকুর রহমান বান্নাহ। নাটকের পূর্বে একযুগ পূর্তি উপলক্ষে “যুগ সারথি” নামের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মামুন রেজা, কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নুরুর রহমান খান, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি নাট্যগুরু শাহজাহান চৌধুরী, নাট্যকার ও নির্দেশক এইচ আর অনিক।
সভাপতিত্ব করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক আশিক পায়েল। এ সময় কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page