কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় পানিতে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জুনায়েদ ওই গ্রামের আবু কালামের ছেলে এবং রিহান একই বাড়ির মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা স্থানীয় নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, শিশু দুইটি বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। জুনায়েদ পানিতে ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে রিহানও ডুবে যায়। তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুইটি বাচ্চাকে মৃত অবস্থায় নিয়ে এসেছে। আমরা পরীক্ষা করে দেখলাম, তারা আর বেঁচে নেই। পরে পরিবার তাদের মরদেহগুলো নিয়ে গেছে।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, শুনেছি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দুটিকে পাঠানো হয়েছে। খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।
আরো দেখুন:You cannot copy content of this page