১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ আড়াইবাড়ী দরবার শরীফ কুমিল্লার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতন, ৩ জন আটক কুমিল্লায় স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় স্ত্রীর গলায় ফাঁস দেবিদ্বারে মন্দিরের রাস্তা নিয়ে মানববন্ধন, বিএনপি নেতার হস্তক্ষেপে সমাধান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ কুমিল্লা মাঠে বসুন্ধরা কিংসের দাপুটে জয়, মোহামেডানের হতাশার সূচনা নুরে আলম-মোক্তারের নেতৃত্বে কুবির শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন “পিআর আর সংস্কার চাই” স্লোগানে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ কুমিল্লা জেলা মুয়াল্লিম ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন জহিরুল-মুনতাছিরের নেতৃত্বে কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ

কুমিল্লায় চোর ধরতে হোটেলে বৈদ্যুতিক ফাঁদ; বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  • তারিখ : ১১:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • 14

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে চুরি ঠেকানোর জন্য হোটেলের টিনের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন মালিক। আর সেই টিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১৭) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক রয়েছেন।

গতকাল রোববার উপজেলার জোড্ডা বাজারের মালিক আব্দুল হকের মুক্তা হোটেলে এ ঘটনা ঘটে। সোমবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাব্বি জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা গ্রামের পশ্চিম ঈদগা বাড়ির জাকের হোসেনের ছেলে।

স্থানীয়রা বলছে, আব্দুল হকের মুক্তা হোটেলটিতে পরপর কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে আব্দুর হক চোর ধরতে প্রতি রাতে দোকানের টিনে বৈদ্যুতিক শক দিয়ে বাড়িতে চলে যান। প্রতিদিনের মত ওইদিনও কাজ করতে রাব্বি বাড়ি থেকে হোটেলে যায়। দোকান পরিষ্কার শেষে পানির টাংকি ভরাট করার জন্য মোটর পাম্পের সুইচ দেওয়ার জন্য গেলে টিনে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হোটেল মালিক আব্দুল হক রাব্বির পরিবারকে খবর দিয়ে মরদেহ হস্তান্তর করে ৩টার দিকে মরদেহ দাফন করে ফেলতে বলেন। সেই সঙ্গে এ বিষয়ে কাউকে না বলার জন্য জানান এবং কিছু টাকা দেবেন বলে জানান। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে নিহতের বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শ্রমিক রাব্বির নানা মনির হোসেন বলেন, ‘আমার নাতিকে আমার মেয়ে শিল্পী ঘুম থেকে ডেকে দোকানে পাঠায়। এর আধ-ঘণ্টা পর আমার মেয়ের কাছে ফোন করে বলে রাব্বিকে কারেন্টে শক করছে। রাব্বিই ছিল পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি। শুনেছি, হোটেলে প্রায় সময় চুরি হতো। চোর ধরতে মালিক বৈদ্যুতিক শর্টসার্কিট দিয়ে প্রতিদিন দোকান বন্ধ করত। সেই শর্টসার্কিট সার্কিটে আমার নাতির মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

error: Content is protected !!

কুমিল্লায় চোর ধরতে হোটেলে বৈদ্যুতিক ফাঁদ; বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

তারিখ : ১১:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে চুরি ঠেকানোর জন্য হোটেলের টিনের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন মালিক। আর সেই টিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১৭) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক রয়েছেন।

গতকাল রোববার উপজেলার জোড্ডা বাজারের মালিক আব্দুল হকের মুক্তা হোটেলে এ ঘটনা ঘটে। সোমবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাব্বি জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা গ্রামের পশ্চিম ঈদগা বাড়ির জাকের হোসেনের ছেলে।

স্থানীয়রা বলছে, আব্দুল হকের মুক্তা হোটেলটিতে পরপর কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে আব্দুর হক চোর ধরতে প্রতি রাতে দোকানের টিনে বৈদ্যুতিক শক দিয়ে বাড়িতে চলে যান। প্রতিদিনের মত ওইদিনও কাজ করতে রাব্বি বাড়ি থেকে হোটেলে যায়। দোকান পরিষ্কার শেষে পানির টাংকি ভরাট করার জন্য মোটর পাম্পের সুইচ দেওয়ার জন্য গেলে টিনে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হোটেল মালিক আব্দুল হক রাব্বির পরিবারকে খবর দিয়ে মরদেহ হস্তান্তর করে ৩টার দিকে মরদেহ দাফন করে ফেলতে বলেন। সেই সঙ্গে এ বিষয়ে কাউকে না বলার জন্য জানান এবং কিছু টাকা দেবেন বলে জানান। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে নিহতের বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শ্রমিক রাব্বির নানা মনির হোসেন বলেন, ‘আমার নাতিকে আমার মেয়ে শিল্পী ঘুম থেকে ডেকে দোকানে পাঠায়। এর আধ-ঘণ্টা পর আমার মেয়ের কাছে ফোন করে বলে রাব্বিকে কারেন্টে শক করছে। রাব্বিই ছিল পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি। শুনেছি, হোটেলে প্রায় সময় চুরি হতো। চোর ধরতে মালিক বৈদ্যুতিক শর্টসার্কিট দিয়ে প্রতিদিন দোকান বন্ধ করত। সেই শর্টসার্কিট সার্কিটে আমার নাতির মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’