বুড়িচংয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো – ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার (স্কুলপাড়া) গ্রামের আব্দুল জলিল এর ছেলে রহিম (২৯) এবং একই গ্রামের মোঃ আলমগীর এর ছেলে মোঃ জিহাদ (২০)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব আরও জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page