০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা দেয়ায় যুবকের উপর হামলা

  • তারিখ : ১১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • 37

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা প্রদান করায় শাহাদাত হোসেন মজুমদার নামে স্থানীয় সচেতন এক যুবকের উপর অতর্কিত হামলা চালায় এলাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী নেছার উদ্দীন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি শাহাদাত হোসেন মজুমদার নাঙ্গলকোট থানায় নেছার এর উদ্দীন নামে এক মাদকসেবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের মৌলভী হাশেমের ছেলে নেছার উদ্দীন দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবনসহ নানা অপকর্মে লিপ্ত থাকায় একই এলাকার আব্দুল বারী মজুমদারের ছেলে শাহাদাত হোসেন মজুমদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে সাথে নিয়ে তাকে বাধা প্রদান করে এবং সংশোধন হয়ে যেতে বলে। এতে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় শরীফপুর জামে মসজিদের সামনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাঠিসোটা নিয়ে শাহাদাত হোসেন এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। পরে শাহাদাত এর আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত নেছার উদ্দীন দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা প্রদান করে। পরে ভুক্তভোগী শাহাদাত হোসেন নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিশদ তদন্ত করছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে’।

error: Content is protected !!

নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা দেয়ায় যুবকের উপর হামলা

তারিখ : ১১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা প্রদান করায় শাহাদাত হোসেন মজুমদার নামে স্থানীয় সচেতন এক যুবকের উপর অতর্কিত হামলা চালায় এলাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী নেছার উদ্দীন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি শাহাদাত হোসেন মজুমদার নাঙ্গলকোট থানায় নেছার এর উদ্দীন নামে এক মাদকসেবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের মৌলভী হাশেমের ছেলে নেছার উদ্দীন দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবনসহ নানা অপকর্মে লিপ্ত থাকায় একই এলাকার আব্দুল বারী মজুমদারের ছেলে শাহাদাত হোসেন মজুমদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে সাথে নিয়ে তাকে বাধা প্রদান করে এবং সংশোধন হয়ে যেতে বলে। এতে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় শরীফপুর জামে মসজিদের সামনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাঠিসোটা নিয়ে শাহাদাত হোসেন এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। পরে শাহাদাত এর আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত নেছার উদ্দীন দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা প্রদান করে। পরে ভুক্তভোগী শাহাদাত হোসেন নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিশদ তদন্ত করছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে’।