০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত “আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, ভয় দেখিয়ে লাভ নেই”- কামরুল হুদা মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ২৮০ জন নারী-পুরুষ কুমিল্লায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে স্বামীর আত্মহত্যা চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ কুমিল্লায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা

  • তারিখ : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • 24

নেকবর হোসেন।।
কুমিল্লার মুরাদনগরে অভাবের তাড়নায় মা পারভীন আক্তার (৪৫) ও মেয়ে মীম আক্তার (১৩) আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সরেজমিন গিয়ে জানা যায়, পারভীন আক্তারের স্বামী ইব্রাহিম মিয়া দেড় বছর পূর্বে মারা গেছে। তাদের সংসারে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন মীম আক্তার নামে একটি মেয়ে রয়েছে। চরম অভাব অনটনের মধ্যদিয়ে দিন কাটছিল তাদের সংসার। গত ৩ বছর ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যায় মা পারভীন আক্তার।

দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মীম আক্তার সুস্থ না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় সে। শনিবার ভোরে মীম আক্তারের চিৎকারে আশ-পাশের লোকজন এসে দেখে দু’জনেই বিষপানরত অবস্থায় মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। তখন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলার গৌরীপুর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মা পারভীন আক্তার মারা যায়। পরে মীম আক্তারও দুপুর ১২টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী জান্নাত আক্তার বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোর রাত আনুমানিক ৪টার দিকে আমার ননদ মীম আক্তারের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দু’জনে মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠাই।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সূরতহালপূর্বক লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা

তারিখ : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার মুরাদনগরে অভাবের তাড়নায় মা পারভীন আক্তার (৪৫) ও মেয়ে মীম আক্তার (১৩) আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সরেজমিন গিয়ে জানা যায়, পারভীন আক্তারের স্বামী ইব্রাহিম মিয়া দেড় বছর পূর্বে মারা গেছে। তাদের সংসারে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন মীম আক্তার নামে একটি মেয়ে রয়েছে। চরম অভাব অনটনের মধ্যদিয়ে দিন কাটছিল তাদের সংসার। গত ৩ বছর ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যায় মা পারভীন আক্তার।

দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মীম আক্তার সুস্থ না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় সে। শনিবার ভোরে মীম আক্তারের চিৎকারে আশ-পাশের লোকজন এসে দেখে দু’জনেই বিষপানরত অবস্থায় মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। তখন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলার গৌরীপুর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মা পারভীন আক্তার মারা যায়। পরে মীম আক্তারও দুপুর ১২টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী জান্নাত আক্তার বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোর রাত আনুমানিক ৪টার দিকে আমার ননদ মীম আক্তারের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দু’জনে মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠাই।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সূরতহালপূর্বক লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।