নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এতথ্য জানান লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
ওসি জানান, গত ৩০ জানুয়ারি রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকায় চোর সন্দেহে ৩ জনকে আটক করা হয়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন-চাটখিল এলাকার দৌলতপুরের মৃত রতন মিয়ার ছেলে মো. আলাউদ্দিন রাফী (২৫), লামচরের মৃত রুহুল আমিনের ছেলে মো. শান্ত (২০) ও আবদুল হাইয়ের ছেলে মো. রিয়াদ হোসেন।
পরে তাদের দেয়া তথ্যমতে, সোনাইমুড়ীর ছোট কেগনার মো. আলী আকবরের ছেলে মোটরসাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়কে আটক করা হয়।
পরে লাকসাম থানার উপ-পরিদর্শক মাকসুদর রহমান ও আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে পুলিশ ফোর্স আটককৃতদের নিয়ে চাটখিল এলাকায় অভিযান চালিয়ে নম্বরবিহীন দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, আটককৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইনচার্জ (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ও উপ-পরিদর্শক মাকসুদুর হাবিবুর রহমান।
আরো দেখুন:You cannot copy content of this page