০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায় হয়রানি কমাতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা হবে -ইউএনও তানভীর হোসেন কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে এমপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের মতবিনিময় দাউদকান্দিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ও যানবাহন জব্দ কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিল্লুর, সাধারণ সম্পাদক মামুন মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে শোকজ

  • তারিখ : ০৯:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • 8

কুবি প্রতিনিধি।।
সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছিতের অভিযোগে সেই ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিষয়ে তাঁদের যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।

শোকজ প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এমন আচরণের সঠিক কারণ জানতে চেয়ে দুজনকে শোকজ করা হয়েছে। তাদের দেওয়া জবাবের পর অভিযোগ যাচাই করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু হলের ৩১৮ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে, সহকারী প্রক্টর অমিত দত্তকে মারতে তেড়ে আসার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।

শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনায়েত উল্লাহ বলেন, ‘প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজ দুপুরে। আগামীকালের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা উত্তর আজকে অথবা কালকের মধ্যে দেব।’

এ নিয়ে আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরনের এজেন্ডা নিয়ে আমাদের এমন একটি শোকজ দিলেন, সেটা বুঝতে পারছি না। আমাদের কেন এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে, এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’

error: Content is protected !!

সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে শোকজ

তারিখ : ০৯:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

কুবি প্রতিনিধি।।
সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছিতের অভিযোগে সেই ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিষয়ে তাঁদের যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।

শোকজ প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এমন আচরণের সঠিক কারণ জানতে চেয়ে দুজনকে শোকজ করা হয়েছে। তাদের দেওয়া জবাবের পর অভিযোগ যাচাই করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু হলের ৩১৮ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে, সহকারী প্রক্টর অমিত দত্তকে মারতে তেড়ে আসার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।

শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনায়েত উল্লাহ বলেন, ‘প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজ দুপুরে। আগামীকালের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা উত্তর আজকে অথবা কালকের মধ্যে দেব।’

এ নিয়ে আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরনের এজেন্ডা নিয়ে আমাদের এমন একটি শোকজ দিলেন, সেটা বুঝতে পারছি না। আমাদের কেন এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে, এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’