স্টাফ রিপোর্টার।
বলেশ্বর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার। সে লক্ষ্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
খেলায় প্রধান অতিথি থাকবেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সাধারণ সম্পাদক ড.প্রকৌশলী মোঃ আবদুল মতিন। বিশেষ অতিথি থাকবেন এবি ব্যাংকের হেড অব কার্ডস মোঃ জাকির হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও অতিথি থাকবেন ইউপি সদস্য আনোয়ার হোসেন।
আয়োজকরা জানান, শুক্রবার রাতে বলেশ্বর গ্রামে খেলাটি অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশগ্রহণ করবে বলেশ্বর হিটস বনাম বলেশ্বর টাইগার একাদশ।