সোনিয়া আফরিন।।
“ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার হোমনা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তন এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পাভীন লুনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,হোমনা থানার ওসি (তদন্ত) রিপন বালা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, শিক্ষার্থী মাফরুহা মমতাজ মোহনা প্রমূখ।
এ ছাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা ফ্যাসিলেটেটর খালিদ মোস্তাফিজ, উপজেলা তথ্যসেবা আপা লুফিয়া জান্নাত,, অফিস সহকারি মো. এনামুল হক, কিশোর কিশোরী ক্লাবের সুপারভাইজার মো. সাইদুল ইসলাম, মো.আল- আমিন,মহিলা বিষয়ক প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক ও প্রশিক্ষার্থী, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কিশোর কিশোরী ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরো দেখুন:You cannot copy content of this page