ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ে দোকান ছাই, ৩২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের দীর্ঘভূমিতে আগুনে পুড়ে একটি ফার্ণিচারের দোকান ছাই হয়ে গেছে।

রবিবার ভোররাত ৩টায় উপজেলার দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, রাতের আধাঁরে পূৃর্ব শত্রুতার জের ধরে নাশকতার আগুনেই পুড়ে ছাই হয়ে গেছে খান ফার্ণিচার নামের দোকানটি।

দীর্ঘভূমি গ্রামের মৃত মুলফত খানের ছেলে বিরম খানের দোকানে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩২ লক্ষ টাকা বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক বিরম খান।

তিনি উল্লেখ করেন, নকশার করার মেশিন ৪ লক্ষ টাকা, ফার্ণিচার ও দোকান ঘরসহ ২৮ লক্ষ টাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সারে ১১টায় দোকানের কাজ সেরে বাড়িতে যায় মালিক বিরম খান। রাত আনুমানিক ৩টায় স্থানীয় মসজিদের ইমাম ফজরের নামাজের জন্য মসজিদের দিকে হেঁটে যাবার সময় হঠাৎ আগুন দেখতে পায় দোকানে।

মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে যায়। আশেপাশের গাছপালাও আগুন ধরে যায়। বিদ্যুতের সংযোগ থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। ইমামের চিৎকারে আশেপাশের ঘুমন্ত লোকজন দৌড়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। পরে দোকানের মালিক বিরম খানকে খবর দিলে তিনি এসে দোকানের পরিস্থিতি দেখে অজ্ঞান হয়ে যায়।

বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে এক ঘন্টা পর ৪ টায় এসে তারা স্থানীয়দের সাহায্যে আগুন নিভাতে কাজ করে।

দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং সাহায্য সহযোগীতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রশাসনের কাছে ক্ষয়ক্ষতির সাহায্য কামনা করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page