০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর

  • তারিখ : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • 13

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ২৭ কিশোরকে পুরস্কৃত করল নুরপুর আলোর শক্তি নামের একটি সংগঠন।

গত শুক্রবার (১০ মার্চ) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকায়।

নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি আল আমিন পাটোয়ারি বলেন, কয়েকদিন আগে নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পাড়া মহল্লায় ঘোষণা দিয়েছিল ১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ পড়েছে, এমন ২৯ জনের মধ্যে ৫ জনকে বাইসাইকেল, ১৪ জনকে ডিনার সেট, ১০টি জায়নামাজসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

error: Content is protected !!

কুমিল্লায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর

তারিখ : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ২৭ কিশোরকে পুরস্কৃত করল নুরপুর আলোর শক্তি নামের একটি সংগঠন।

গত শুক্রবার (১০ মার্চ) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকায়।

নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি আল আমিন পাটোয়ারি বলেন, কয়েকদিন আগে নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পাড়া মহল্লায় ঘোষণা দিয়েছিল ১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ পড়েছে, এমন ২৯ জনের মধ্যে ৫ জনকে বাইসাইকেল, ১৪ জনকে ডিনার সেট, ১০টি জায়নামাজসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।