ব্রাহ্মণপাড়ায় সোনালী ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায় ও বরণ অনুষ্ঠান

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায় ও নবাগত ম্যানেজার গাজী সাইফুল ইসলামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় সোনালী ব্যাংক লিমিটেড কার্য্যালয়ের আয়োজনে ব্যাংক ভবনে এই বদলিজনিত বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আতিকুল ইসলাম এর পরিচালনায় বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির।

জানা যায়, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির দীর্ঘ ২ বছর অত্যন্ত সুনামের সাথে সোনালী ব্যাংকের ম্যানেজার হিসাবে কাজ করেন। তিনি বদলি হয়ে কুমিল্লা প্রিন্সিপাল অফিসে যোগদান করবেন। অন্যদিকে নবাগত ম্যানেজার গাজী সাইফুল ইসলাম কুমিল্লা প্রিন্সিপাল অফিস থেকে ব্রাহ্মণপাড়ায় ম্যানেজার হিসাবে যোগদান করেন।

অনুষ্ঠানে বিদায়ী ম্যানেজার ও নবাগত ম্যানেজারকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় কুমিল্লা প্রিন্সিপাল ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, ব্রাহ্মণপাড়া সোনালী ব্যাংকের কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

You cannot copy content of this page