কুমিল্লায় রোগীদের সঙ্গে চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা বিনিময়, দিলেন ভালো খাবার

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ আজ শনিবার এই খাবার বিতরণ করা হয়। এ সময় তিনি রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তখন তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানের বিষয়ে রোগীদের কাছে জানতে চান। খাবার বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রোগীদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ আল হাসান, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিব উদ্দিন রকিব, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহামুদুর হাসান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানে আলম রাসেন প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page