চান্দিনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

এন.সি জুয়েল।।
কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭(বালক) ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে চান্দিনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় পৌর একাদশ ১-০ গোলে কেরণখাল একাদশকে পরাজিত করে।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার মেয়র মোঃ শওকত হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ মজিবুর রহমান,কেরণখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক গৌতম কুমার দেব।

প্রসঙ্গত, টুর্ণামেন্টে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশ নেয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page