আরাফাত হোসেন।।
কুমিল্লার বরুড়ায় আজ ২৬ জুন সোমবার বরুড়া থানায় ১ম অর্ধ- বার্ষিক পরিদর্শন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম বার।জেলা পুলিশ সুপার বরুড়া থানা কম্পাউন্ডে পৌঁছালে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে,এম এমরানুল হক মারুফ, বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
পরে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নেতৃত্বে প্যারেড দল পুলিশ সুপার মহোদয়কে জেনারেল সালাম দেন।এর পরে পুলিশ সুপার বরুড়া থানার ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শনে দাপ্তরিক নথিপত্র খতিয়ে দেখেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান বরুড়া থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে থানার সকল অফিসারদের সাথে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্তে মতবিনিময় সভা করেন। মতবিনিময় শেষে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন, থানা কম্পাউন্ড, থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, থানার মালখানা, অস্ত্রাগার সহ থানার আশপাশ এলাকা পরিদর্শন করেন। তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কাজী মোঃ মতিউল ইসলাম, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মনোয়ার আক্তার রিফাত, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার নুসরাত ইয়াছমিন তিসা সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
আরো দেখুন:You cannot copy content of this page